অন্ধকারের গান
অন্ধকারের গান
-মাহমুদুল ইসলাম মাহিন
তোমার পথে চেয়ে রই, আসো না তো ফিরে,
নিশীথ রাত কাঁদে শুধু, স্মৃতিরই নীরে।
শূন্য আকাশ ডাক দেয়, নাম না জানা ব্যথায়,
বাতাসে ভাসে ব্যথার সুর, বিষাদের নীরে।
চাঁদের আলো ম্লান হয়ে, ঝরে পড়ে মাটি,
তোমার ছোঁয়া হারিয়ে, হৃদয় বড় খাঁটি।
ফিরবে কি আর সেই দিন, ভালোবাসার টানে?
নাকি আমি রয়ে যাবো, অন্ধকারের গানে?
অভিমানের স্রোতে ভাসে, ফেলে আসা সময়,
স্বপ্নগুলো ঝরে যায়, নিঃশব্দ বিভয়।
অন্তহীন এ যন্ত্রণা, বুঝবে না কেহ,
তবু কেন মনে হয়, আসবে তুমি বহ?
---- ১৬ই ফেব্রুয়ারি ২০২৫ ----