কবিতাটি শেয়ার করতে স্ক্রিনে ডাবল ট্যাপ করুন

আমার কপালে নাই

আমার কপালে নাই
-মাহমুদুল ইসলাম মাহিন

চাইতে তো পারি অনেক কিছু
পেতে হবে কি তাই..!
আমি তো চেয়েছিলাম তোমাকে
খুঁজে দেখি আজও, তুমি আমার কপালে নাই..!

কত শত রাত না ঘুমিয়ে দিয়েছি পাড়ি
তোমাকে নিতে চেয়েছিলাম আমার বাড়ি

কিন্তু,
খুঁজে দেখি তুমি আমার কপালে নাই।

চাইলে কি সব পাওয়া যায়?
নিয়তির খেলা কে বা বোঝে হায়!
আমি চেয়েছিলাম ছায়ার মতো পাশে থাকতে,
তোমার স্মৃতি যেন আমায় ছুঁয়ে রাখে।

কিন্তু,
খুঁজে দেখি তুমি আমার কপালে নাই।


--২৯ ডিসেম্বর ২০২৪--



পরবর্তী কবিতা পূর্ববর্তী কবিতা