কবিতাটি শেয়ার করতে স্ক্রিনে ডাবল ট্যাপ করুন

অপ্রাপ্তির নিশ্বাস

অপ্রাপ্তির নিশ্বাস 

-মাহমুদুল ইসলাম মাহিন 


তাকে দেখি না বহুদিন —
আজ হঠাৎ চোখে পড়ল সে,
চেনা মুখ, মায়াবী হাসি,
বেলি ফুল চুলের গাঁথায় বসে।

হৃদয় থমকে গেলো আমার,
চোখে ভেসে উঠল যত স্মৃতি,
সে তো কখনো ভালোবাসেনি,
তবু কেন এ হৃদয়ে তারই নীতি?

চাইলাম ডেকে বলি কিছু,
ঠোঁটে এল কেবল নিঃশ্বাস,
সে চলে গেলো অন্য কারো সাথে,
আমি দাঁড়িয়ে, ভাঙা বিশ্বাস।

ভালোবাসা তো চাইনি কিছু,
শুধু চেয়েছিলাম একটু দৃষ্টি,
সে না থাকুক আমার পাশে,
তবু থেকে যাক তার অনুরাগের কৃষ্টি।

সে আমায় ভালোবাসেনি —
এই ব্যথায় জ্বলুক প্রহর,
তবুও তাকে ভালোবেসে যাবো,
আজীবন, নীরব অন্তর।


--- ১৮ জুন ২০২৫ --- 




পূর্ববর্তী কবিতা