Terms
শর্তাবলী
ভূমিকা
মাহিনের কবিতা সমগ্র ওয়েবসাইটে (bangla-kobita.maahin.my.id) প্রবেশ এবং ব্যবহার করার মাধ্যমে আপনি নিম্নলিখিত শর্তাবলী মেনে চলতে সম্মত হচ্ছেন। এই শর্তাবলী আমাদের ওয়েবসাইটের সকল ব্যবহারকারীর জন্য প্রযোজ্য।
সেবার ব্যবহার
আপনি আমাদের ওয়েবসাইট কেবলমাত্র ব্যক্তিগত এবং অ-বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন। আমাদের অনুমতি ছাড়া ওয়েবসাইটের কোনো কন্টেন্ট কপি, সংশোধন, বা বণ্টন করা যাবে না।
বুদ্ধিবৃত্তিক সম্পত্তি
ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত বিষয়বস্তু (যেমন: কবিতা, লেখা, ছবি, ইত্যাদি) মাহিনের কবিতা সমগ্রের মালিকানাধীন এবং কপিরাইট সুরক্ষিত। আমাদের অনুমতি ছাড়া এই বিষয়বস্তু ব্যবহার করা যাবে না।
ব্যবহারকারীর দায়িত্ব
আমাদের ওয়েবসাইট ব্যবহারের সময় আপনি এমন কোনো কার্যকলাপ করবেন না যা অবৈধ, অশালীন বা ক্ষতিকর। আপনি আমাদের ওয়েবসাইটের সুরক্ষা ভাঙার চেষ্টা করবেন না।
তৃতীয় পক্ষের লিঙ্ক
আমাদের ওয়েবসাইটে তৃতীয় পক্ষের লিঙ্ক থাকতে পারে। আমরা এই লিঙ্কগুলোর কন্টেন্ট বা পরিষেবা নিয়ে দায়বদ্ধ নই।
দায়বদ্ধতার সীমা
মাহিনের কবিতা সমগ্র ওয়েবসাইটের কন্টেন্ট বা পরিষেবার জন্য কোনো ধরনের সরাসরি বা পরোক্ষ ক্ষতির জন্য আমরা দায়বদ্ধ থাকব না।
পরিবর্তন
আমরা যেকোনো সময় আমাদের শর্তাবলী আপডেট করতে পারি। আপডেট হওয়া শর্তাবলী এই পৃষ্ঠায় প্রকাশ করা হবে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
যোগাযোগ
শর্তাবলী সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের ইমেইল করুন: send@maahin.my.id