কবিতাটি শেয়ার করতে স্ক্রিনে ডাবল ট্যাপ করুন

অজানার হাত


অজানার হাত
-মাহমুদুল ইসলাম মাহিন

আমি যদি অন্য কেউ হয়
তুমি ভাবছো যাকে, সে আমি নয়।

তবুও কি ধরতে দিবে তোমার হাত
কাটিয়ে দিবো তোমার সাথে রাতের পর রাত।

অজানা থাকুক আমার নাম
জানার পরে কি দেবে আমায় দাম?

যদিও কখনো জানতে পারো আমি ছিলাম সেই
দেখবে তখন তোমাদের মাঝে আমি আর নেই..

--২৮ ডিসেম্বর ২০২৪-- 





পরবর্তী কবিতা